07-10-2018, Domenica
dalle ore 16.00, Piazza Esquilino - Roma
siete tutti invitati
Chiediamo un incontro con Viminale per aver
নাপলিতে বাংলাদেশীকে আক্রমন
----------------------------------
সকলে শেয়ার করুন, প্রচার করুন এবং অধিকার আদায়ের প্রস্তুতি নিন।
পোষ্ট- Minhaz Hussain
ইটালীর নাপলী তে বর্ণবাদী আক্রমণের শিকার এক বাংলাদেশি ........
ইটালির নাপোলি প্রভিন্সিয়ার পালমা ক্যাম্পানিয়া শহরে আজ ১৯ সেপ্টেম্বর সকাল ৬.৩০ ঘটিকায় স্থানীয় (cimitero) কবরস্থানের নিকট
এক বাংলাদেশী ভাই আক্রমণের শিকার হন , ভদ্রলোকের নাম চুন্নু , গ্রামের বাড়ি শরীয়তপুর , উনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে , আক্রমণ কারীরা উনাকে প্রচন্ড মারধর করে এবং উনার সাথে থাকা নগদ চৌদ্দশো ইউরো , মোবাইল ফোন এবং ডকুমেন্ট জোর পূর্বক নিয়ে যায় . গত কয়দিন আগেও পার্শবর্তী এলাকায় সানজেন্নারো পার্কে এক অর্ধমৃত বাঙালিকে পাওয়া যায় উনি মারা গেছেন, সুতরাং সবাই সাবধান থাকবেন , আপাতত একা চলাফের কম করবেন, নগদ অর্থ সাথে বেশি রাখবেন না,পাশাপাশি হাটার সময় মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও কলে কথা না বলার জন্য অনুরোধ রইলো, ধন্যবাদ
সুএঃ ভিকটিমের সহকর্মির মিতা চুন্নু ভাই ।
------ অামরা ধূমকেতু এই আক্রমনের তীব্র নিন্দা জানাই এবং আগামী ৭ অক্টবর , রবিবার, বিকাল ৪.০০টায় - Piazza Esquilino, Via Cavour, Santa Maria - গীর্জার সম্মুখে সমাবেশে যোগ দিন।
আসুন বজ্র কন্ঠে আওয়াজ তুলি
বর্নবাদ নিপাত যাক
ইতালীতে ১০০% মুসলিম রীতি নীতিতে
একটি কবরস্থান প্রতিষ্ঠায়
এগিয়ে আসুন------
Causale: Darussalam Cimitero Islamico
IBAN- IT51W0760114700001043070026
intestato: Imm.Capua SRL
অথবা Bollettino Postale পোষ্ট একউন্ট নং 104307006 এর মাধ্যমে
বা ট্রাষ্ট প্রতিনিধির নিকট নগদ প্রদান করে ( রশীদ বুঝিয়া নিবেন )
https://www.facebook.com/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0-%E0%…/…
আপনার নাম রেজিঃষ্টার করার জন্য-- পোষ্ট করুন - ধন্যবাদ
বিদ্রঃ নুন্যতম পেমেন্ট ১০ ইউরো ১ মিটার স্কয়ার এর মূল্য
------------------------------ ১ নং হযরত আবুবকর সিদ্দীকী (রাঃ) জমায়েত
------------------------------- দানকারী নুন্যতম ২৮০ মিটার ভুমির মূল্য পরিষোধ করবে ২৮০x10= 2800 euro
------------------------------- ২ নং হযরত ওমর (রাঃ) জমায়েত
-------------------------------- দানকারী ২০০ মিটার ভুমির মূল্য পরিষোধ করবে
এই ভাবে
৩ নং হযরত ওমর (রাঃ) জমায়েত ১৫০ মিটার
৪ নং ১০০ মিটার ভুমির মূল্য পরিষোধ করিবে
৫ নং ৫০ মিটার ভুমির মূল্য পরিষোধ করিবে
৬ নং ৩০ মিটার ভুমির মূল্য পরিষোধ করিবে
৭ নং ২০ মিটার ভুমির মূল্য পরিষোধ করিবে
৮ নং ১৫ মিটার ভুমির মূল্য পরিষোধ করিবে
৯ নং ১০ মিটার
ও
১০ নং জমায়েত ১ মিটার ভুমির মূল্য ১০ ইউরো প্রদান করে প্রতিষ্ঠাতা সদস্য পদ লাভ করতে পারবে। ........