
আসুন সকলে মিলে আওয়াজ তুলি

আমরা মনে করি এটার একটা প্রতিবাদ করা উচিৎ। তাই বিদেশীদের পক্ষে কিছু ইতালীয়ান সংগঠন তাহারা আগামীকাল (১৬-১০-২০১৪) বিকাল ৪.০০টায় ভিয়া কাসিলিনা ক্যারিফর মার্কেট ( সাবেক জি.এস) এর সামনে সকল বিদেশীদেরকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ করেছে ।
আমরা বাংলাদেশ সমিতি, ইতালী ও ধূমকতেু উপস্থিত থাকব ইনশাহআল্লাহ । আপনিও উপস্থিত হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হউন । আমরা মনে করি যদি আমাদের উপস্থিতি ঐ বর্ণবাদী সংগঠন থেকে বেশী হয় তবে, প্রশাসন বিষয়টিকে তেমন কোন গুরুত্ব দিবে না । কারন প্রশাসন বিবেচনা করবে আমাদের সাথে বিদেশী ও ইতালীয়ান এক সাথে, আর ওরা শুধূমাত্র কিছু ইতালীয়ান বিদেশীদের বিপক্ষে।